Alexa নিখোঁজের ২৭ ঘন্টা পর মিলল শিশুর মরদেহ

ঢাকা, সোমবার   ২১ অক্টোবর ২০১৯,   কার্তিক ৫ ১৪২৬,   ২১ সফর ১৪৪১

Akash

নিখোঁজের ২৭ ঘন্টা পর মিলল শিশুর মরদেহ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২৩:৪২ ২০ সেপ্টেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে কাকুরিয়া নদীতে নৌকাডুবির ২৭ ঘন্টা পর নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নদীর তলদেশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।

মৃত মিম ওই উপজেলার কাকৈরগড়া ইউপির পুকুরিয়াকান্দা গ্রামের আবদুস সাত্তারের মেয়ে। 

বৃহস্পতিবার বিকেলে মাদরাসা থেকে বাড়ি ফেরার সময় কাকুরিয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। ওই সময় স্থানীয়রা সব যাত্রীকে উদ্ধার করলেও মিম নিখোঁজ ছিলো।

দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, ২৭ ঘণ্টা অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত যাত্রী নেয়ার কারণেই নৌকাটি ডুবে যায়।

ডেইলি বাংলাদেশ/এআর