Alexa নিকের সঙ্গে যা করতে চান বলির এই নায়িকা!

ঢাকা, রোববার   ১৫ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৩০ ১৪২৬,   ১৭ রবিউস সানি ১৪৪১

নিকের সঙ্গে যা করতে চান বলির এই নায়িকা!

বিনোদন ডেস্ক

 প্রকাশিত: ১৪:১৭ ৩০ জানুয়ারি ২০১৯   আপডেট: ১৪:১৭ ৩০ জানুয়ারি ২০১৯

নিক জোনাস এবং ভূমি পেডেনকর

নিক জোনাস এবং ভূমি পেডেনকর

মার্কিন পপ গায়ক নিক জোনাসকে ২০১৮ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ের আগে তাদের প্রেমের খবরও ছড়িয়েছিল ইন্ডাস্ট্রিতে।

এদিকে, প্রিয়ঙ্কার সঙ্গে বিয়ে হওয়ার পরও নায়িকারই এক সহকর্মী নাকি নিকের সঙ্গে ডেটে যেতে চান। সদ্য এই গোপন ইচ্ছের কথা প্রকাশ্যে এনেছেন সেই অভিনেত্রী। জানেন, তিনি কে?

সেই অভিনেত্রী হলেন ভূমি পেডেনকর। কর্ণ জোহরের চ্যাট শোয়ে হাজির হয়ে এই গোপন ইচ্ছের কথা প্রকাশ করেছেন ভূমি।

কার প্রেমিক বা বরের সঙ্গে ডেট করতে চান, কর্ণ প্রশ্ন করেন ভূমিকে। নায়িকা চটজলদি উত্তর দেন, নিক জোনাস। ওর গান শুনে বড় হয়েছে। ওর মধ্যে অন্যরকম একটা মাদকতা রয়েছে।

‘জোনাস ব্রাদার্স’ ব্যান্ডে গান গাইতেন নিক। গান শুনে বিশ্বের বহু তরুণী তার প্রেমে পড়েছেন। ভূমিও ব্যতিক্রম নন। কিন্তু ভূমির এই গোপন ইচ্ছের কথা কি প্রিয়াঙ্কা জানে? এ নিয়ে অবশ্য এখনো মুখ খুলেননি বলিউডের ‘জংলি বিল্লি’।

ডেইলি বাংলাদেশ/টিএএস