Alexa নিকলীতে গাঁজা ও ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক

ঢাকা, বৃহস্পতিবার   ১৮ জুলাই ২০১৯,   শ্রাবণ ৪ ১৪২৬,   ১৫ জ্বিলকদ ১৪৪০

নিকলীতে গাঁজা ও ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

 প্রকাশিত: ১৪:৪৭ ৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ১৪:৫৩ ৯ জানুয়ারি ২০১৯

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের নিকলীতে ১২০টি ইয়াবা ও ৩০০ পুড়িয়া গাঁজাসহ গেন্দু মিয়া ও মো. হবি মিয়া নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নিকলী থানা পুলিশ। 

মঙ্গলবার রাতে নিকলী উপজেলার জারুইতলা ইউপির আঠার বাড়ীয়া বাড়ি থেকে গাঁজা বিক্রির সময় গেন্দু মিয়াকে আটক করা হয়। গেন্দু আঠার বাড়ীয়া গ্রামের ইন্নছ আলীর ছেলে

বুধবার সকালে সদর ইউপির কুর্শা কিতাব হাটি গ্রামে ইয়াবা বিক্রির সময় হবি মিয়াকে আটক করা হয়। হবি মিয়া কুর্শা কিতাব হাটি গ্রামের ছাবেদ আলীর ছেলে।

নিকলী থানার ওসি মো. নাছির উদ্দিন ভুইয়া বলেন, আটকরা দীর্ঘদিন ধরে জারুইতলা ও সদর ইউপিতে ইয়াবা, দেশীয় তৈরি মদ গাঁজাসহ মাদক বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয় । তাদের নামে নিকলী থানায় মাদক আইনে দুইটি পৃথক মামলা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেএইচ