Exim Bank
ঢাকা, বুধবার ২৫ এপ্রিল, ২০১৮
Advertisement
বিজ্ঞাপন দিন      

নিকলীতে এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার

 কিশোরগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:৩১, ১৬ এপ্রিল ২০১৮

১৫০ বার পঠিত

ফাইল ছবি

ফাইল ছবি

কিশোরগঞ্জে এক এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার হয়েছে।

রোববার রাতে উপজেলার ছাতিরচর বাজারে রংধনু সঞ্চয় ও সমবায় সমিতির কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। নিহতের নাম সুলতান মিয়া। তিনি গুরুই পালপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে এবং রংধনু সঞ্চয় ও সমবায় সমিতির পরিচালক ছিলেন।

জানা গেছে, ছাতিরচর ও গুরুই এলাকায় দুটি অফিস নির্মাণ করে ঋণ কার্যক্রম পরিচালনা করতেন। রোববার চার লাখ টাকা নিয়ে ছাতিরচর কার্যালয়ে গিয়েছিলেন। ঘটনার পর থেকে ম্যানেজার হিজবুল্লাহকে পাওয়া যাচ্ছে না। হিজবুল্লাহ ছাতিরচর গ্রামের উত্তরপাড়ার মোহাম্মদ আলীর ছেলে। ধারণা করা হচ্ছে, তিনিই সুলতানকে হত্যা করে পালিয়ে গেছেন।

ওসি মো. নাসির উদ্দিন ভূঁইয়া জানান, পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ অভিযান চালাচ্ছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় নিহত সুলতানের বড় ভাইয়ের ছেলে রেজাউল কবির বাদী হয়ে হিজবুল্লাহকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এতে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়।

ডেইলি বাংলাদেশ/জেডএম

সর্বাধিক পঠিত