Alexa নিউজিল্যান্ড জাতীয় দলের খেলোয়াড় নিহত

ঢাকা, রোববার   ২১ জুলাই ২০১৯,   শ্রাবণ ৭ ১৪২৬,   ১৮ জ্বিলকদ ১৪৪০

ক্রাইস্টচার্চে মসজিদে হামলা 

নিউজিল্যান্ড জাতীয় দলের খেলোয়াড় নিহত

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:২৩ ১৬ মার্চ ২০১৯   আপডেট: ২১:৩৪ ১৬ মার্চ ২০১৯

সন্তান কোলে আতা এলায়েন। ছবি: সংগৃহীত

সন্তান কোলে আতা এলায়েন। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুকধারীর হামলায় বাংলাদেশ দলের ক্রিকেটাররা বেঁচে গেলেও শেষ রক্ষা হয়নি আতা এলায়েনের (৩৩)। কুয়েতি বংশোদ্ভূত এলায়েন দেশটির জাতীয় ফুটসাল (ইনডোর ফুটবল) দলের সদস্য ছিলেন।

তিনি ছিলেন একজন গোলরক্ষক। সম্প্রতি এলায়েন সন্তানের বাবা হন। আদরের সন্তানের উজ্জ্বল ভবিষ্যত গড়ে তোলার আগেই না ফেরার দেশে চলে গেলেন।

এলায়েন ছিলেন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের কারিগরি শিল্পের জনপ্রিয় একজন সদস্য। এছাড়াও এলডব্লিউএ সফিউশন নাকে একটি কোম্পানির পরিচালক ছিলেন।

গেল শুক্রবার হ্যাগলি পার্কে মসজিদ আল নূরে জুম্মার নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি চালায় সন্ত্রাসীরা। এতে নিহত হন ৪৯ জন। 

এদিকে সেই মসজিদে নামাজ আদায় করতে যাচ্ছিলেন বাংলাদেশ জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। কয়েক মিনিট আগে তারা সেখানে পৌঁছলে বড় কিছু ঘটতে পারত।

ডেইলি বাংলাদেশ/জেডআর