Alexa নায়িকা আলিয়া এবার গায়িকা 

ঢাকা, সোমবার   ২২ জুলাই ২০১৯,   শ্রাবণ ৭ ১৪২৬,   ১৮ জ্বিলকদ ১৪৪০

নায়িকা আলিয়া এবার গায়িকা 

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:১৭ ১২ জুলাই ২০১৯  

ছবি- সংগ্রহীত

ছবি- সংগ্রহীত

দীর্ঘ দিন পরে আবার চলচ্চিত্র পরিচালনায় আসছেন মহেশ ভাট। এই প্রথম তিনি ছোট মেয়ে আলিয়া ভাটকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন। চলচ্চিত্রটির নাম ‘সড়ক ২’। এতে নায়িকার পাশাপাশি গায়িকা হিসেবেও থাকছেন আলিয়া। এই চলচ্চিত্রের একটি গানে কণ্ঠ দিবেন তিন।

সংবাদমাধ্যমকে আলিয়া বলেন, একটা রোম্যান্টিক গান গাইছি। ছবির খুব গুরুত্বপূর্ণ জায়গায় গানটা এসেছে। উটির আউটডোর শুটিং সেরে ইউনিটের সদস্যরা ফেরার পর ফাইনাল ট্র্যাকটা রেকর্ড হবে।

সূত্রের খবর, জিত্ গঙ্গোপাধ্যায়ের সুর তৈরি। আলিয়ার ভয়েস মডিলিউশন বুঝে নিতে চাইছেন তিনি। গানের কথার কিছু পরিবর্তন হচ্ছে। আর সে দিকে নজর দিচ্ছেন মহেশ স্বয়ং।

এ ছবি শুরুর সময় সোশ্যাল ওয়ালে আলিয়া লিখেছিলেন, বাবাই আমার পরিচালক। প্রথম দিন আমার শুটিং ছিল না। এ যেন স্মৃতির পাহাড়ে ওঠার চেষ্টা। আমি নিশ্চিত চূড়ায় উঠব। যদি পড়েও যাই, আবার উঠে দাঁড়াব। একদম নতুন একটা জার্নি।

আলিয়া ছাড়াও সঞ্জয় দত্ত, পূজা ভাট, আদিত্য রয় কপূর, গুলশন গ্রোভারের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ হতে চলেছে এই ছবি। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের ২৫মার্চ মুক্তি পাবে এই ছবি।

ডেইলি বাংলাদেশ/এমএস