Alexa নালিতাবাড়ীতে ৪২ গ্রাম প্লাবিত

ঢাকা, বৃহস্পতিবার   ২২ আগস্ট ২০১৯,   ভাদ্র ৭ ১৪২৬,   ২০ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

নালিতাবাড়ীতে ৪২ গ্রাম প্লাবিত

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:৩৫ ১৬ জুলাই ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ভোগাই নদীর তীর রক্ষা বাঁধ ভেঙে ৪২টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ২৯০ হেক্টর জমি ও ভেসে গেছে ৩৫০টি পুকুরের মাছ। বন্ধ হয়ে আছে ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান।

মরিচপুরান ইউপির মৌলভীপাড়ার আইয়ুব আলী জানান, ১১ দিনের বর্ষণে চেল্লাখালী ও ভোগাই নদীর বিভিন্ন স্থানে বেড়িবাঁধ হুমকির মুখে পড়েছে। ভোগাই নদীর তিনটি স্থানে আটশ ফুট বাঁধ ভেঙে নতুন করে অসংখ্য গ্রাম প্লাবিত হচ্ছে। পানি উঠে বন্ধ হয়ে গেছে ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান। পানিবন্দী জীবনযাপন করছে কয়েক হাজার পরিবার।

উত্তর কোন্নগর রাজাখালপাড়ের বাসিন্দা আক্কাস আলী জানান, অসংখ্য জমিতে বালুর স্তর পড়ে জমি বিনষ্ট হয়েছে। পুকুর ও ঘেরের সব মাছ ভেসে গেছে।

মরিচপুরান ইউপি চেয়ারম্যান খন্দকার শফিকুল ইসলাম বলেন, পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই ভোগাই নদীর তীর রক্ষা বাঁধ মেরামত করা হবে। এরইমধ্যে সব প্রস্তুতি শেষ করা হয়েছে।

নালিতাবাড়ীর ভারপ্রাপ্ত লুবনা শারমিন বলেন, এরইতিমধ্যে বাঁধ মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য ১০ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সতর্কতা রয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর

Best Electronics
Best Electronics