Alexa ‘নারীদের স্বাবলম্বী করতে ঘাটতি থাকবে না’

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ অক্টোবর ২০১৯,   কার্তিক ২ ১৪২৬,   ১৭ সফর ১৪৪১

Akash

‘নারীদের স্বাবলম্বী করতে ঘাটতি থাকবে না’

নড়াইল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:২১ ১৬ মে ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজার স্ত্রী সুমনা হক সুমি বলেছেন, অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে আন্তরিকতার ঘাটতি থাকবে না। পাশাপাশি এলাকায় অনেক ধনী মানুষের বসবাস। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলেই আমাদের আশপাশের অনেক অসহায় মানুষের জীবনের গতি পাল্টে যেতে পারে।

বৃহস্পতিবার সকালে নড়াইল ডিসি সম্মেলন কক্ষে হতদরিদ্র নারীদের সেলাই মেশিন বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

সুমি বলেন, মাশরাফী বিন মোর্ত্তজার নিদের্শনা মতে নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যেই ২৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এটা শুরু করতে পেরে বেশ ভালো লাগছে। নির্বাচনী প্রচারণার সময় প্রত্যন্ত অঞ্চলে গিয়ে নানা শ্রেণিপেশার মানুষের সঙ্গে কথা হয়েছে। নানা সমস্যার কথা মনে আছে।

ডিসি আনজুমান আরার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসপি মোহাম্মদ জসিম উদ্দিন, এডিসি মো. ইয়ারুল ইসলাম, পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সৌমেন চন্দ্র বসু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধন প্রমুখ। 

ডেইলি বাংলাদেশ/এমআর