Alexa নারায়ণগঞ্জে স্নান উৎসব শনিবার

ঢাকা, শুক্রবার   ১৯ জুলাই ২০১৯,   শ্রাবণ ৪ ১৪২৬,   ১৫ জ্বিলকদ ১৪৪০

নারায়ণগঞ্জে স্নান উৎসব শনিবার

 প্রকাশিত: ১২:৩৪ ২৩ মার্চ ২০১৮   আপডেট: ১২:৩৭ ২৩ মার্চ ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে হিন্দুদের দুই দিনব্যাপী স্নান উৎসব শনিবার সকাল থেকে শুরু হচ্ছে।

প্রতিবারের মতো এবারও ভারত, নেপাল, ভুটানসহ অন্যান্য দেশ থেকে প্রায় ১০লাখ পুণ্যার্থী অংশ নেবে বলে জানিয়েছে স্নান উৎসব উদযাপন কমিটি।

জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর সাহা জানান- আয়োজনের প্রস্তুতি ভালো। স্থানীয় প্রশাসন ব্রহ্মপুত্র নদের কচুরীপানা পরিস্কার করেছে। ঘাটগুলোকে সংস্কার করা হয়েছে।

ডিসি রাব্বি মিয়া জানান- শান্তিপূর্নভাবে স্নান উৎসবের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থাসহ দুর্ঘটনা এড়াতে ও উদ্ধারে বিপুল সংখ্যক ফায়ার সার্ভিসের কর্মী নিয়োজিত আছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৭ মার্চ স্নানোৎসবে পদদলিত হয়ে ১০ পুণ্যার্থীর প্রানহানির ঘটনা ঘটে। গুরুতর আহত হয় আরো ২০ জন।

ডেইলি বাংলাদেশ/জেডএম