Alexa নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ, আটক ছয়

ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০১৯,   আশ্বিন ২৯ ১৪২৬,   ১৪ সফর ১৪৪১

Akash

নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ, আটক ছয়

 প্রকাশিত: ২০:১১ ৯ ফেব্রুয়ারি ২০১৮  

নারায়ণগঞ্জের আড়াইহাজারে খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিএনপি। এ সময় তিন জনকে আটক করা হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার পাঁচরুখী এলাকায় এ ঘটনা ঘটে।

অন্যদিকে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে বিএনপি। সমাবেশে অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবী জানান নেতারা।

এদিকে রূপগঞ্জ উপজেলার কাঞ্চণ এলকায় উপজেলা যুবদল মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

একই সময়ে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ বাপ্পী চত্ত্বর এলাকায় বিএনপি মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে তিন জনকে আটক করা হয়।

ডেইলি বাংলাদেশ/এআর