Alexa নারায়ণগঞ্জে ধসে পড়া ভবনে উদ্ধার কাজ শুরু

ঢাকা, রোববার   ১৭ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২ ১৪২৬,   ১৯ রবিউল আউয়াল ১৪৪১

Akash

নারায়ণগঞ্জে ধসে পড়া ভবনে উদ্ধার কাজ শুরু

নারায়ণগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৮:৩৪ ৩ নভেম্বর ২০১৯   আপডেট: ১৯:০১ ৩ নভেম্বর ২০১৯

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় খালের ওপর চারতলা একটি ভবন ধসে পড়েছে। এতে কমপক্ষে একজন মারা গেছেন।

রোববার বিকেলে ওই ভবনটি ধসে পড়ে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন জানান, বিকেল ৪টায় হঠাৎ করে চারতলা নির্মাণাধীন একটি ধসে পড়েছে। ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ শুরু করেছে।

স্থানীয়রা জানান, বাবুরাইল এলাকাতে একটি খালের ওপর ধসে পড়ে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ভবনের ভেতরে আরো কয়েকজন থাকতে পারে ধারণা করা হচ্ছে।

সদরের ইউএনও নাহিদা বারিক জানান, এক শিশু নিহত হয়েছে এবং চারজন শিশু আহত হয়েছে বলে জানতে পেরেছেন। তবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরো জানান, আরো এক শিশু নিখোঁজ রয়েছে বলে একটি পরিবার দাবি করছে। তারা সর্বাত্মকভাবে চেষ্টা করছেন।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

ডেইলি বাংলাদেশ/জেএইচ