Alexa নারায়ণগঞ্জে চার পরিবহন চাঁদাবাজ আটক

ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৮ ১৪২৬,   ১৫ রবিউস সানি ১৪৪১

নারায়ণগঞ্জে চার পরিবহন চাঁদাবাজ আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:৫৯ ১৭ অক্টোবর ২০১৯   আপডেট: ১৮:০১ ১৭ অক্টোবর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের সাইনবোর্ড ও মদনপুর থেকে বৃহস্পতিবার দুপুরে চার পরিবহন চাঁদাবাজকে আটক করেছে র‌্যাব।

আটকরা হলেন- হিরণ মিয়া, শামীম, মঈন উদ্দিন ও আবুল বাশার। এ সময় তাদের কাছ থেকে ৩৮ হাজার ৪৯০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব- ১১ এর অতিরিক্ত এসপি মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) পৃথক অভিযান চালিয়ে চার পরিবহন চাঁদাবাজকে আটক করে। তাদের কাছ থেকে চাঁদাবাজির ৩৮ হাজার ৪৯০ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, দীঘদিন ধরে সাইনবোর্ড ও মদনপুর বাসস্ট্যান্ডে চলাচল করা যানবাহন থেকে চাঁদা আদায় করছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে আটকরা। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ