Alexa নাফটা চুক্তিতে সই করবেন ট্রাম্প

ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১৩ ১৪২৬,   ০২ রজব ১৪৪১

Akash

নাফটা চুক্তিতে সই করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:৫৩ ২৪ জানুয়ারি ২০২০  

ফাইল ফটো

ফাইল ফটো

মেক্সিকো ও কানাডার সঙ্গে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি নাফটাতে সই করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে হোয়াইট হাউজ কর্তৃপক্ষ।

হোয়াইট হাউজের মুখপাত্র জানান, পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে প্রচারণার মধ্যেই ইউনাইটেড স্টেট-মেক্সিকো-কানাডা চুক্তিতে সই করবেন ডোনাল্ড ট্রাম্প। তার অধীনে মার্কিন প্রশাসনের পদক্ষেপগুলোর মধ্যে উল্লেখযোগ্য হয়ে থাকবে এই চুক্তি।

নাফটা চুক্তির বিকল্প হিসেবে এই ত্রিপক্ষীয় চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেয়ার পর নাফটা চুক্তি সংস্কারের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। দুই বছরের বেশি সময় আলোচনার পর নাফটা স্থগিত করে নতুন চুক্তিতে সম্মতি দেন তিন দেশের বাণিজ্য প্রতিনিধিরা।

ডেইলি বাংলাদেশ/এমআরকে