Alexa নান্দাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা, মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৫ ১৪২৬,   ২২ রবিউল আউয়াল ১৪৪১

Akash

নান্দাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

 প্রকাশিত: ১৯:৫১ ৩ জুন ২০১৭  

ময়মনসিংহের নান্দাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে আরও ১০ জন। শনিবার নান্দাইল বাসস্ট্যান্ড ও চামতা বাজারে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নান্দাইল পাঁচপাড়া গ্রামের লিটন (১৮) ও বেতাগৈর ইউনিয়নের আস্থারামপুর গ্রামের টমটম চালক নজরুল ইসলাম (৩৫)। আহতদের মধ্যে পাঁচজনকে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে এবং চারজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নান্দাইল থানার ওসি ইউনুস আলী বলেন, উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় কিশোরগঞ্জগামী এমকে সুপার পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লিটন মারা যান। আহত হয় অন্তত ১০ জন। এছাড়া চামতা বাজারের কাছে ময়মনসিংহগামী শ্যামল ছায়া পরিবহনের একটি বাস শ্যালো ইঞ্জিনচালিত টমটম গাড়িকে ধাক্কা দিলে চালক নজরুলের মৃত্যু হয়। ডেইলি বাংলাদেশ/এসএইচ