Alexa নানা বাড়িতে বল খেলা হলো না তৌহিদের 

ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৫ ১৪২৬,   ২০ মুহররম ১৪৪১

Akash

নানা বাড়িতে বল খেলা হলো না তৌহিদের 

ময়মনসিংহ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০১:৩০ ১১ সেপ্টেম্বর ২০১৯  

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

নানার বাড়িতে বেড়াতে এসে অনেক আনন্দ নিয়ে সম বয়সীদের সঙ্গে বল খেলছিল ১২ বছরের তৌহিদ। কিন্তু সেই আনন্দ কিছুক্ষণের মধ্যেই বিষাদে পরিণত হয়। তৌহিদ টিনের চাল থেকে বল আনতে গিয়ে বৈদ্যুতিক মিটারের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে পড়ে। পরে বাড়ির লোকজন দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার বিকেলে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার হাতিখলা গ্রামে।

নিহত তৌহিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের আল আমীনের ছেলে।     

গফরগাঁও ইউপির চেয়ারম্যান শামসুল আলম খোকন বলেন, নিহত ছেলের মা স্মৃতি আক্তার আমার প্রাক্তন ছাত্রী।

হাতিখলা গ্রামের রিটন মিয়ার মেয়ে স্মৃতি আক্তার সোমবার বাবার বাড়িতে বেড়াত আসে। তার সঙ্গে বেড়াতে তার মাদরাসা পড়ুয়া ছেলে তৌহিদ। মঙ্গলবার বিকালে খেলার সময় টিনের চালে বল আটকে যায়। তৌহিদ টিনের চাল থেকে বল আনতে গেলে এই দুর্ঘটনা ঘটে।

ডেইলি বাংলাদেশ/জেএইচ