Alexa নানার বাড়ি যাওয়া হলো না শিশু আসফিয়ার

ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৬ ১৪২৬,   ১৩ রবিউস সানি ১৪৪১

নানার বাড়ি যাওয়া হলো না শিশু আসফিয়ার

নারায়ণগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:৪২ ১৫ নভেম্বর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সদরে অটোচাপায় আসফিয়া নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় তার ছোট বোন মানসুরা।

শুক্রবার বিকেলে উপজেলার ফতুল্লার বক্তবলী লাল মিয়ার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসফিয়া বক্তবলী রামনগর সর্দার বাড়ির আল আমিনের মেয়ে।

ফতুল্লা মডেল থানার এসআই ফজলুল হক জানান, বাড়ির থেকে হেঁটে নানা বাড়ি যাচ্ছিল আসফিয়া ও ছোট বোন মানসুরা। এ সময় দ্রুতগামী একটি অটোরিকশা আসফিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আসফিয়া নিহত হয়। আহত মানসুরাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

এসআই ফজলুল আরো জানান, অটোরিকশাটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে যান।

ডেইলি বাংলাদেশ/এমআর