Alexa নাটোরে পুলিশ সেবা সপ্তাহ

ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৭ ১৪২৬,   ১৪ রবিউস সানি ১৪৪১

নাটোরে পুলিশ সেবা সপ্তাহ

নাটোর প্রতিনিধি

 প্রকাশিত: ১৫:০৩ ২৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ১৫:০৩ ২৯ জানুয়ারি ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

 

পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন এ  স্লোগানকে সামনে রেখে নাটোরে পালিত হচ্ছে পুলিশ সেবা সপ্তাহ।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা পুলিশের পক্ষ থেকে এসপি অফিসের সামনে থেকে ডিসি মো শাহরিয়াজ ও এসপি সাইফুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি নাটের-বগুড়া মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সদর থানার সামনে এসে শেষ করা হয়।

র‌্যালিতে অংশ নেন- এসপি সাইফুল্লাহ আল মামুন ,জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, নাটের পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, এএসপি সার্কেল আবুল হাসনাত, সদর থানার ওসি মো কাজী জালাল উদ্দিন, নাটোর প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক নেতারা, ইউপি জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিরা।

অপরদিকে লালাপুর থানায় ওসি নজরুল ইসলাম জুয়েল ও ওসি (তদন্ত) মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হয়।

ডেইলি বাংলাদেশ/আরএম