Alexa নাটোরে দুই যুবকের যাবজ্জীবন

ঢাকা, শনিবার   ২৪ আগস্ট ২০১৯,   ভাদ্র ৯ ১৪২৬,   ২২ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

নাটোরে দুই যুবকের যাবজ্জীবন

 প্রকাশিত: ১৬:০৬ ৭ জুন ২০১৮  

ফাইল ফটো

ফাইল ফটো

নাটোরের গুরুদাসপুরে বন্ধুকে হত্যার দায়ে ২ যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন-মারুফ ও ফাহাদ। রায় ঘোষণার সময় অভিযুক্ত ফাহাদ পলাতক ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৯ এপ্রিল গুরুদাসপুর উপজেলার রশিদপুর গ্রামের আজিজুল হকের ছেলে রবিউল ইসলাম বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ হন। ৩দিন পর একই উপজেলার চাকলবিল থেকে রবিউলের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

এঘটনায় নিহতের পিতা আজিজুল হক বাদি হয়ে ৫ জনের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেন। এই ঘটনায় সিআইডি পুলিশ তদন্ত শেষে মারুফ ও ফাহাদকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দেয়।  পরে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক এ রায় দেন।

ডেইলি বাংলাদেশ/আরআর

Best Electronics
Best Electronics