নাটোরে তিন জেএমবি সদস্য আটক
প্রকাশিত: ১২:৫৫ ১৯ জুলাই ২০১৮ আপডেট: ১৩:৩৪ ১৯ জুলাই ২০১৮

নাটোরে তিন জেএমবি আটক
নাটোরের সদর উপজেলায় গোপন বৈঠকের সময় জেএমবির তিন সদস্যকে আটক করে র্যাব।
বুধবার রাতে উপজেরার রুয়ের ভাগ গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় জিহাদী বই, মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়।
আটক জাহিদুল ইসলাম গুরুদাসপুরের মহারাজপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে, আমজাদ হোসেন বড়াইগ্রাম উপজেলার গোনাইহাটি গ্রামের আমির হোসেনের ছেলে, জহির উদ্দীন লালপুর উপজেলার চৌষডাঙ্গা গ্রামের গাজিউর রহমানের ছেলে।
বৃহস্পতিবার সকালে র্যাব-৫ সিপিসি ২ ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেজর শিবলী মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি বাংলাদেশ/জেডএম
English HighlightsREAD MORE »