Alexa নাগার্জুনের বাড়ি থেকে উদ্ধার পচাগলা দেহ

ঢাকা, শুক্রবার   ১৮ অক্টোবর ২০১৯,   কার্তিক ৩ ১৪২৬,   ১৯ সফর ১৪৪১

Akash

নাগার্জুনের বাড়ি থেকে উদ্ধার পচাগলা দেহ

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৩:১৮ ২১ সেপ্টেম্বর ২০১৯  

নাগার্জুন

নাগার্জুন

দক্ষিণী অভিনেতা নাগার্জুনের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে পচাগলা দেহ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চারদিকে হইচই শুরু হয়ে গিয়েছে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, বুধবার রাতে ওই দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম চাকালি পান্ডু বলে জানা গিয়েছে। তার বয়স ৩০। জানা যাচ্ছে, কয়েক মাস আগে ৪০ একর জমিসহ একটি বাড়ি কিনেছিলেন অভিনেতা। পরে ওই জমিকে চাষযোগ্য করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছিল। তখনই সাফাইকর্মীরাই ওই পচাগলা দেহ উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে তারাই পুলিশকে খবর দেন।

পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। জানা গিয়েছে নাগার্জুনা এই বাড়ি কেনার আগে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পুলিশ জানাচ্ছে এই ব্যক্তি ৬ মাস আগে আত্মহত্যা করেছিলেন।

সাফাইকর্মীরা জানিয়েছেন, তারা যখন পরিষ্কারের কাজ করছিলেন, তখন পচা গন্ধ পেয়েই তাদের সন্দেহ হয়। এর পরেই পচাগলা ওই দেহ উদ্ধার করেন তারা। 

প্রসঙ্গত, কিছুদিন আগেই ৬০ বছর পূর্ণ করেছেন নাগার্জুন। এই মুহূর্তে তিনি বিগ বস তেলুগু ৩ সঞ্চালনা করছেন। শেষ তাকে মনমধুদু ২ ছবিতে রকুল প্রীতের বিপরীতে অভিনয় করেছেন।

ডেইলি বাংলাদেশ/টিএএস