Alexa না.গঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২০,   মাঘ ১৩ ১৪২৬,   ০১ জমাদিউস সানি ১৪৪১

Akash

না.গঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

 প্রকাশিত: ১৩:৩৩ ২০ অক্টোবর ২০১৭  

ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার জাহাজ কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলায় খেয়াঘাট সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন- হাতিম (৪০), কবির (৩৫), বেল্লাল (৪০) ও সোহরাব (২০)। তারা খন্দকার ডকইয়ার্ডের শ্রমিক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকালে কাজের জন্য গ্যাস সিলিন্ডারের মুখ খোলার সময়ে প্রচণ্ড শব্দে সেটা বিস্ফোরিত হয়। এতে ওই চার শ্রমিক দগ্ধ হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেইলি বাংলাদেশ/টিএএস