Alexa নাইজেরিয়ায় দুই বাসের সংঘর্ষের পর আগুন, নিহত ২৫

ঢাকা, মঙ্গলবার   ১৮ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৫ ১৪২৬,   ২৩ জমাদিউস সানি ১৪৪১

Akash

নাইজেরিয়ায় দুই বাসের সংঘর্ষের পর আগুন, নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:৫২ ১৪ ডিসেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নাইজেরিয়ায় দুই বাসের সংঘর্ষের পর আগুন লেগে ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর সিনহুয়া'র

শুক্রবার এক বিবৃতিতে হতাহতের ঘটনা নিশ্চিত করেছে দেশটির পুলিশ। 

বৃহস্পতিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বাউচি শহরের বাউচি-নিঙ্গি সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

বাস দু'টির মধ্যে সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে তৎক্ষণাৎ দুটি বাসেই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুই বাসে থাকা মোট ২৬ জনের মধ্যে ২৫ জনই আগুনে পুড়ে মারা যান। আহত ব্যক্তিও গুরুতর দগ্ধ হন। 

পুলিশের মুখপাত্র আবুবকর কামাল জানিয়েছেন, দু'টি বাসের একটিতে ২২ জন ও অপরটিতে ৪ জন ব্যক্তি ছিলেন। গুরুতর দগ্ধ ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নাইজেরিয়াতে প্রায়ই এ ধরণের দুর্ঘটনা ঘটে। দেশটির খারাপ রাস্তা ও বেপরোয়া যানবাহন দুর্ঘটনার প্রধান কারণ। 

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ