Alexa নাইজেরিয়ায় তেলের পাইপলাইনে বিস্ফোরণ, নিহত ৪

ঢাকা, সোমবার   ১৭ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৪ ১৪২৬,   ২২ জমাদিউস সানি ১৪৪১

Akash

নাইজেরিয়ায় তেলের পাইপলাইনে বিস্ফোরণ, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:১৫ ২১ জানুয়ারি ২০২০  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার লাগোস শহরে এক তেলের পাইপলাইন বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকেই।

সংবাদ সংস্থা এএফপি’র তথ্যানুযায়ী, সোমবার রাতে শহরটির আবুলি-এগবা এলাকায় চোরেরা পাইপলাইন ভেঙে পেট্রোল চুরি করতে গেলে বিস্ফোরণ হয়।

দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এনইএমএ) আঞ্চলিক সমন্বয়ক ইব্রাহীম ফারিনলুয়ি বলেছেন, আমরা ঘটনাস্থল থেকে ভোর ৪টার দিকে দুই পুরুষ, এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করি। তাছাড়া বাকি আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

তিনি আরো বলেন, ভয়াবহ এই বিস্ফোরণের ফলে বেশকিছু সংখ্যক ভবন, দোকান ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর আগ পর্যন্ত সেখানে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

ডেইলি বাংলাদেশ/আরএএইচ