Alexa নাইক্ষ্যংছড়িতে উপজেলা নির্বাচনের তোড়জোড়

ঢাকা, রোববার   ১৮ আগস্ট ২০১৯,   ভাদ্র ৩ ১৪২৬,   ১৬ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

নাইক্ষ্যংছড়িতে উপজেলা নির্বাচনের তোড়জোড়

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

 প্রকাশিত: ০২:৪০ ৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ০২:৪০ ৯ জানুয়ারি ২০১৯

ফাইল ফটো

ফাইল ফটো

এ বছরের মার্চেই হতে যাচ্ছে প্রথমবারের মতো দলীয় প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচন। এ খবরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় শুরু হয়েছে তোড়জোড়। এরইমধ্যে নড়েচড়ে বসেছেন আগ্রহী প্রার্থীরা। প্রার্থীতা নিয়ে জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন উপজেলার নেতাকর্মীরা।

উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা শুরু করেছেন অনেকে। চেয়ারম্যান পদে আগ্রহী প্রার্থী হিসেবে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. শফিউল্লাহ, সহ-সভাপতি আবু তাহের কোম্পানী, সাবেক চেয়ারম্যান মো. ইকবাল, আওয়ামী লীগ নেতা খায়রুল বাশার।

ভাইস চেয়ারম্যান পদে এ্যানিং মারমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইমরান মেম্বার, নারী ভাইস চেয়ারম্যান হিসেবে মহিলা আওয়ামী লীগের সভাপতি জুহুরা বেগম, সাধারণ সম্পাদক ওজিফা খাতুন রুবির নাম শুনা যাচ্ছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ নির্বাচনে অংশ গ্রহণের জন্য দীর্ঘদিন মাঠে কাজ করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে এর আগে মাঠ চষে বেড়িয়েছেন এ্যানিং মারমা। পাহাড়ে ভোট ব্যাংক থাকায় এগিয়ে রয়েছেন তিনি।

ডেইলি বাংলাদেশ/এআর

Best Electronics
Best Electronics