Alexa নলছিটিতে শ্রমিকের মরদেহ উদ্ধার

ঢাকা, বৃহস্পতিবার   ১৮ জুলাই ২০১৯,   শ্রাবণ ৪ ১৪২৬,   ১৫ জ্বিলকদ ১৪৪০

নলছিটিতে শ্রমিকের মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি

 প্রকাশিত: ১৮:০০ ১০ জানুয়ারি ২০১৯   আপডেট: ১৮:০৩ ১০ জানুয়ারি ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের একদিন পর বৃহস্পতিবার হানিফ খন্দকার নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

দুপুরে পৌরসভার কুমারখালী এলাকার একটি খালের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

হানিফ খন্দকারের ছেলে মোস্তফা খন্দকার বলেন, আমার বাবা দুই বছর ধরে মন্টু মীরের করাত কলে শ্রমিকের কাজ করত। সে সকালে কাজে যায়, আবার রাতে ফিরে আসে। কিন্তু বুধবার কাজে যাওয়ার পরে সে আর বাড়িতে ফেরেনি। খোঁজাখঁজির একপর্যায়ে দুপুরে ওই খালের পাশে তার মরদেহ দেখতে পাই। পরে পুলিশে খবর দেয়া হয়।

নলছিটি থানার ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় করাত কলের মালিক মন্টু মীর ও মো. জুলহাসকে আটক করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমআর