Alexa নরসুন্দা নদীতে মিলল বৃদ্ধার মরদেহ

ঢাকা, সোমবার   ০৯ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৪ ১৪২৬,   ১১ রবিউস সানি ১৪৪১

নরসুন্দা নদীতে মিলল বৃদ্ধার মরদেহ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:৩৪ ১৫ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে নরসুন্দা নদী থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত অজুফা বেগম ওই উপজেলার চণ্ডিপাশা ইউপির বনুরাকান্দা গ্রামের আমির হোসেনের স্ত্রী।

মঙ্গলবার দুপুরে কাটলিপাড়া বাণিজ্য বাজার সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ইউপি সদস্য আবদুল কাদির বলেন, অজুফা বেগমের বাড়ি নদীর পাশেই নদী পাড় হওয়ার সময় পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে।

নান্দাইল মডেল থানার ওসি মনসুর আহমেদ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করেননি।

ডেইলি বাংলাদেশ/এআর