Exim Bank
ঢাকা, বুধবার ২৫ এপ্রিল, ২০১৮
Advertisement
বিজ্ঞাপন দিন      

নরসিংদীতে হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন

 নরসিংদী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:৫১, ১৬ এপ্রিল ২০১৮

১৩৯ বার পঠিত

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীতে গোলাপ হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে দশ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার দুপুরে নরসিংদী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একে এম মোজাম্মেল হক চৌধুরী এ আদেশ প্রদান করেন। দণ্ডিত আসামিরা হলেন- আনোয়ার হোসেন, মোশারফ হোসেন, ফিরোজ মিয়া, জুলহাস মিয়া, আকবর আলী ও সুন্দর আলী। তারা সবাই নরসিংদীর পাঁচদোনা মেহেরপাড়া  ইউনিয়নের কুড়েরপার গ্রামের বাসিন্দা।

২০০৩ সালের ২১ ফেব্রুয়ারি পাঁচদোনা থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হয় গোলাম হোসেন। নিখোঁজের ৩ দিন পর পাঁচদোনা ব্রক্ষপুত্র নদীর তীরে এক ব্যাক্তির কাটা হাতের একটি অংশ দেখতে পায় স্থানীয়রা। এর পাশে কাদা মাটিতে পুতে রাখা অবস্থায় মরদেহের কিছু অংশ দেখা যায়।

এঘটনায় নিহতের বড় ভাই মেহেরপাড়া ইউপি সদস্য মোস্তফা হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জসিট দাখিল করেন। পরে সাক্ষ্য প্রমাণসহ উভয় পক্ষের শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক এ রায় দেন।

ডেইলি বাংলাদেশ/জেডএম

সর্বাধিক পঠিত