Alexa নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ঢাকা, সোমবার   ২০ জানুয়ারি ২০২০,   মাঘ ৬ ১৪২৬,   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

 প্রকাশিত: ২০:১৯ ১৯ জুলাই ২০১৮   আপডেট: ২০:১৯ ১৯ জুলাই ২০১৮

ফাইল ফটো

ফাইল ফটো

নরসিংদীতে ১টি হাসপাতাল, ৩টি ডায়াগনোস্টিক সেন্টার ও ২টি ওষুধের দোকানকে ১ লাখ ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তার ও  মো. শাহ আলম মিয়া এ আদালত পরিচালনা করেন।

এসময় ওষুধ প্রশাসন অধিদফতর নরসিংদীর তত্ত্বাবধায়ক হুমায়রা আফরোজ ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. আবু কাউসার সুমন উপস্থিত ছিলেন।

মো. শাহ আলম মিয়া জানান, শহরের বাসাইল এলাকার মেঘনা ডায়াগনোস্টিক সেন্টার, আল বারাকা ডায়াগনোস্টিক সেন্টার মেডিকেয়ার ডায়াগনোস্টিক সেন্টার, সিটি হাসপাতাল ও ২টি ফার্মেসিকে লাইসেন্স না থাকা ও প্রয়োজনীয় আইনী শর্ত না মেনে প্রতিষ্ঠান পরিচালনা করায় মালিকদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান ও অনাদায়ে অর্থদণ্ড প্রদান করে মোট ১ লাখ ৩৫ হাজার টাকা আদায় করা হয়।

জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অনিয়মতান্ত্রিকভাবে পরিচালিত নরসিংদী জেলার সকল হাসপাতাল, ডায়াগনোস্টিক সেন্টার ও কিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আলম মিয়া।

ডেইলি বাংলাদেশ/আরআর