Alexa নরসিংদীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৫

ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২০,   মাঘ ১০ ১৪২৬,   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

নরসিংদীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৫

 প্রকাশিত: ২২:২৯ ২০ জুলাই ২০১৮   আপডেট: ১২:১৯ ২১ জুলাই ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

নরসিংদীর শিবপুরে একটি বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৫ জন।

শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে কুন্দালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবপুর থানার ওসি আবুল কালাম আজাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি আজাদ ডেইলি বাংলাদেশকে জানান, সিলেট থেকে এনা পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। আর পাঁচদোনা ড্রিম হলিডে পার্ক থেকে একটি যাত্রীবাহী লেগুনা রায়পুরার দিকে আসছিল। শিবপুরের কুন্দালপাড়া নামক স্থানে পৌঁছলে বাস ও লেগুনাটির মুখোমুখ সংর্ঘষ হয়। এতে ঘটনার স্থলেই একজনের মৃত্যু হয়।

আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেয়ার পর আরো চার জন মারা যান। বাকিরা জেলা হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

ডেইলি বাংলাদেশ/এসআই