Alexa নরসিংদীতে দক্ষতা-সচেতনতা বৃদ্ধিতে সেমিনার

ঢাকা, শুক্রবার   ১৯ জুলাই ২০১৯,   শ্রাবণ ৪ ১৪২৬,   ১৫ জ্বিলকদ ১৪৪০

নরসিংদীতে দক্ষতা-সচেতনতা বৃদ্ধিতে সেমিনার

নরসিংদী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২৩:৩৭ ১৭ জুন ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটো পাই। এ স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার হয়েছে। সোমবার সকালে নরসিংদীর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সেমিনার হয়।

নরসিংদীর ডিসি সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও  নরসিংদী সদর ১ আসনের এমপি লে. কণেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ নজরুল ইসলাম (বীর প্রতীক)।
 
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, অতিরিক্ত মহাপরিচালক কর্মসংস্থান ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কে এম রুহুল আমিন। এছাড়া সেমিনার আরো উপস্থিত ছিলেন, নরসিংদীর ডি ডি এল জি মাহবুবুল করিম, নরসিংদীর এডিসি (সার্বিক) মোহাম্মদ আওয়াল, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামেরি হাসানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডেইলি বাংলাদেশ/আরএম