Alexa নবম জাতীয় কাব ক্যাম্পুরী উদ্বোধন আজ

ঢাকা, বৃহস্পতিবার   ২৭ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১৪ ১৪২৬,   ০৩ রজব ১৪৪১

Akash

নবম জাতীয় কাব ক্যাম্পুরী উদ্বোধন আজ

গাজীপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১২:৩৫ ২০ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের মৌচাকে বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনায় শুরু হচ্ছে নবম জাতীয় কাব ক্যাম্পুরী।

সোমবার বিকেলে ক্যাম্পুরির উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ও চীফ স্কাউট অ্যাডভোকেট আবদুল হামিদ। এ সময় ২০১৮ সালের ‘প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড’ ও ‘প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জনকারীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেবেন রাষ্ট্রপতি।

ক্যাম্পুরীতে অংশ নিতে মৌচাকে আসছে কাব স্কাউটরা

এ ক্যাম্পুরীতে সারাদেশ থেকে প্রায় নয় হাজার কাব স্কাউট, কাব স্কাউট লিডার, স্কাউট কর্মকর্তা ও রোভার স্বেচ্ছাসেবক অংশ নেবেন।

বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক মো. মশিউর রহমান জানান, চার বছর পর পর ক্যাম্পুরীর আয়োজন করা হয়। ক্যাম্পুরীতে অংশ নিতে ১৮ জানুয়ারি থেকে কাব স্কাউটরা মৌচাকে আসছে। ছয় দিনব্যাপী এ আয়োজন শেষ হবে ২৫ জানুয়ারি।

ডেইলি বাংলাদেশ/এআর