Alexa নবম গ্রহের সন্ধান বিজ্ঞানীদের!

ঢাকা, রোববার   ২৫ আগস্ট ২০১৯,   ভাদ্র ১০ ১৪২৬,   ২৩ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

নবম গ্রহের সন্ধান বিজ্ঞানীদের!

 প্রকাশিত: ১২:৫৩ ৬ জুন ২০১৮   আপডেট: ১৩:৪৯ ৬ জুন ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

কয়েক বছর ধরেই নতুন গ্রহের দাবি করেছেন বিজ্ঞানীরা। আর যদি তাই হয় তাহলে এই গ্রহটি হভে সৌরজগতের নবম গ্রহ। আর এই গ্রহের নাম হবে সম্ভাব্য প্ল্যানেট নাইন।

এ ব্যাপারে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ইন্ডিপেন্ডেন্ট’-এ প্রকাশিত এক প্রতিবেদন বলা হয়েছে, ২০১৫বিপি৫১৯ নামের এক গ্রহাণুর সন্ধান জ্যোতির্বিজ্ঞানীরা পেয়েছিলেন ৩ বছর আগে। সেই গ্রহাণুর গতিবিধি থেকেই তাদের কাছে প্ল্যানেট নাইন-এর ধারণা স্পষ্ট হয়।

কেননা ওই গ্রহাণুর চলনে কিছু অস্বাভাবিকত্ব তারা লক্ষ্য করেছিলেন। নেপচুনের থেকেও বহু দূরে অবস্থিত প্ল্যানেট নাইন-এর উপস্থিতির ফলেই এমনটা হচ্ছিল বলে মনে করছেন গবেষকরা।

এদিকে ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজির বিজ্ঞানীরা জানিয়েছেন, নেপচুনের থেকেও বহু দূরের একটি কক্ষপথে অবস্থান করছে রহস্যময় প্ল্যানেট নাইন।

প্ল্যানেট নাইন সম্পর্কে গবেষকরা জানিয়েছেন, এটা অত্যন্ত অন্ধকার এক গ্রহ। আয়তনে পৃথিবীর প্রায় ১০ গুণ।

ডেইলি বাংলাদেশ/টিএএস

Best Electronics
Best Electronics