Alexa নবজাতকের পা নিয়ে কুকুর করছিল টানাহেঁচড়া

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০১৯,   কার্তিক ২৯ ১৪২৬,   ১৬ রবিউল আউয়াল ১৪৪১

Akash

নবজাতকের পা নিয়ে কুকুর করছিল টানাহেঁচড়া

বরিশাল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:৪৬ ৪ নভেম্বর ২০১৯   আপডেট: ১৪:৫০ ৪ নভেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশাল নগরীর নথুল্লাবাদ ব্রিজ সংলগ্ন সড়কের আইল্যান্ডে এক নবজাতকের মরদেহ পড়ে ছিল। কয়েকটি কুকুর ওই নবজাতকের পা কামড়ে টানাহেঁচড়া করছিল।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের আইল্যান্ডে এ ঘটনা ঘটে। পরে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পথচারীরা জানান, মহাসড়কের আইল্যান্ডের ওপর ফেলে যাওয়া নবজাতকের মরদেহটি ব্যাগের মধ্যে ছিল।  এ সময় কয়েকজন সড়কের পাশেই মরদেহটি মাটি চাপা দিতে চান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদ জানান, নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ও ডিএনএ সংরক্ষণের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, নবজাতকের বয়স একদিন হতে পারে। অবৈধ মেলামেশার ফলেই হয়তো শিশুটির জন্ম হয়েছে। এরপর রোববার রাতের কোনো এক সময় তাকে ফেলে যায় অভিভাবকরা। 

তবে জন্ম নেয়ার পর শিশুটির মৃত্যু হয়েছে, না-কি মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে বা মেরে ফেলা হয়েছে, তা ময়নাতদন্তের পরই জানা যাবে বলেও জানান তিনি।

ডেইলি বাংলাদেশ/জেডআর