Alexa নদীতে ভেসে উঠল ছাত্রলীগ নেতার মরদেহ

ঢাকা, বৃহস্পতিবার   ৩০ জানুয়ারি ২০২০,   মাঘ ১৬ ১৪২৬,   ০৪ জমাদিউস সানি ১৪৪১

Akash

নদীতে ভেসে উঠল ছাত্রলীগ নেতার মরদেহ

মানিকগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:১৪ ৯ ডিসেম্বর ২০১৯  

রনি বিশ্বাস

রনি বিশ্বাস

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মায় ট্রলার ডুবিতে নিখোঁজের পাঁচদিন পর ছাত্রলীগ নেতা রনি বিশ্বাসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে ঢাকার দোহার থানার প্রাণকুণ্ডু এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রনি হরিরামপুরের চালা ইউপির হাসমিলান গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক উপ-আইন বিষয়ক সম্পাদক ছিলেন।

হরিরামপুর থানার ওসি মুঈদ চৌধুরী জানান, সকালে দোহারের প্রাণকুণ্ডু এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে হরিরামপুর থানার পুলিশ ও নিহতের মামা বিল্লাহ ঘটনাস্থলে যান। সেখানে তারা মরদেহটি শনাক্ত করেন।

৫ ডিসেম্বর হরিরামপুরের একটি চরে বন্ধুদের সঙ্গে বনভোজনে যাওয়ার সময় একটি বাল্কহেডের ধাক্কায় তাদের ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারের সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন রনি। পরে ডুবুরিরা ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মেলেনি।

ডেইলি বাংলাদেশ/এমআর