Alexa নতুন সেতু নির্মাণের আগেই ভাঙল পুরনো সেতু

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৬ ১৪২৬,   ১৯ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

নতুন সেতু নির্মাণের আগেই ভাঙল পুরনো সেতু

জামালপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:২৩ ১৩ আগস্ট ২০১৯   আপডেট: ২০:২৫ ১৩ আগস্ট ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে মঙ্গলবার সকালে ফুলকারচরে দশানি শাখা নদীর উপর সেতুটি ভেঙে পড়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হওয়ার পাশাপাশি জামালপুর শহরের সঙ্গে বকশীগঞ্জ-রাজীবপুর-রৌমারীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ইসমাইল হোসেন বলেন, একটি ভ্যান সেতু পার হওয়ার দুটি স্প্যান ভেঙে চালকসহ পাঁচজন ৩০ ফুট নিচে পড়ে যান। পরে তারা সাঁতার কেটে তীরে উঠে আসেন।

তিনি আরো বলেন, বন্যায় সেতুটির অ্যাপ্রোচ ক্ষতিগ্রস্ত হয়। অ্যাপ্রোচে মাটি না থাকায় সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ কারণেই সেতুটির স্প্যান ভেঙে দুর্ঘটনা ঘটে।

জামালপুর সওজ’র নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, সেতুটি ৬০ এর দশকে নির্মাণ করা হয়েছিলো। এ কারণে সেতুর সম্পর্কে অনেক তথ্য আমাদের কাছে নাই। তবে সেতুটি ভেঙে নতুন সেতু নির্মাণের জন্য এরইমধ্যে দরপত্র আহবান করা হয়েছে। দ্রুত নতুন সেতুর নির্মাণ কাজ শুরু হবে।

ডেইলি বাংলাদেশ/এআর

Best Electronics
Best Electronics