Alexa নতুন বউয়ের জন্য আশরাফুলের শাড়ি কেনা হলো না 

ঢাকা, শনিবার   ০৭ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২২ ১৪২৬,   ০৯ রবিউস সানি ১৪৪১

নতুন বউয়ের জন্য আশরাফুলের শাড়ি কেনা হলো না 

সাভার প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৯:০৯ ১৫ নভেম্বর ২০১৯  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাভারের ধামরাইয়ে নতুন বউয়ের জন্য শাড়ি কিনতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক। এ ঘটনায় অপর দুই যুবক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার নওগাঁও নামক স্থানে একটি মাটিবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আশরাফুল ইসলাম আশু (২৫)। বিলকেষ্টি গ্রামে তার বাড়ি। ধামরাই থানার এসআই তন্ময় সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভাড়ায়চালিত মোটরসাইকেলযোগে দুই যাত্রী ও চালকসহ তিনজন উপজেলার কালামপুর বাজারে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। 

এসআই আরো বলেন, ঘটনাস্থলেই মারা যায় আশরাফুল ইসলাম আশু। গুরুতর আহত হয় মোটরসাইকেলচালক সুয়াপুর ইউপির জয়নাল উদ্দিনের ছেলে মো. জহিরুল ইসলাম ও নেহাল আহাম্মেদ শুভ (২৭)।

ডেইলি বাংলাদেশ/জেডআর