Alexa নতুন কিছু নেই বাজেটে: রওশন এরশাদ

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৬ ১৪২৬,   ১৯ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

নতুন কিছু নেই বাজেটে: রওশন এরশাদ

 প্রকাশিত: ১৬:৫৭ ৭ জুন ২০১৮  

ফাইল ফটো

ফাইল ফটো

প্রস্তাবিত বাজেটে নতুন কিছু নেই বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। তিনি বলেন, বাজেট গতানুগতিক। এটাকে নির্বাচনী বাজেট বলা যেতে পারে।

বৃহস্পতিবার অর্থবছরের ২০১৮-১৯ বাজেট উপস্থাপনের পর সংসদ ভবনে নিজস্ব প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

রওশন এরশাদ বলেন, প্রত্যেক সরকারই বাজেট দেয়, এবারও বাজেট দেয়া হয়েছে। অনেক সময় অনেক প্রকল্প নেয়া হয়, কিন্তু বাস্তবায়ন হয় না। এবারের বাজেট নিয়ে আমরা আশান্বিত, দেখা যাক কতটুক জনকল্যাণ হয়।

তিনি বলেন, এটা নির্বাচনী বাজেট। এবার আমরা আশা করছি যে, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে সুযোগ সৃষ্টি হবে জনগণের প্রত্যাশা পূরণ হবে, এখন কতটুকু পূরণ হবে সেটা দেখার বিষয়।

এ সময় ফরমালিন ও মাদক প্রসঙ্গ নিয়ে রওশন এরশাদ বলেন, পাঁচ বছর ধরে মাদকের বিরুদ্ধে কথা বলছি। ফরমালিন নিয়ে কথা বলেছি। এখন তার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। এটা যদি আরো আগে নিত তাহলে ক্ষতি হতো না।

ডেইলি বাংলাদেশ/এমআরকে

Best Electronics
Best Electronics