Alexa নতুন আইফোন আসছে ১০ সেপ্টেম্বর

ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ১ ১৪২৬,   ১৬ মুহররম ১৪৪১

Akash

নতুন আইফোন আসছে ১০ সেপ্টেম্বর

তথ্যপ্রযুক্তি ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৯:৪৯ ২ সেপ্টেম্বর ২০১৯  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বহুল প্রতীক্ষিত আইফোন ১১ বাজারে আসতে পারে ১০ সেপ্টেম্বর। ১৩ সেপ্টেম্বর থেকে ডিভাইসটির প্রি-অর্ডার গ্রহণ শুরু করতে পারে অ্যাপল। খবর দ্য ভার্জ।

ইতোমধ্যে বার্ষিক আইফোন বাজারজাত অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোতে এ মাসের ১০ তারিখ হওয়ার কথা রয়েছে এই অনুষ্ঠানটির। এরই মধ্যে আইফোন ইভেন্টের জন্য আমন্ত্রণ পাঠানো শুরু করেছে প্রতিষ্ঠানটি। 

ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্ক প্রধান কার্যালয়ের এই ইভেন্টে নতুন তিনটি আইফোন উন্মোচন করতে পারে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে আইফোন এক্সএস, এক্সআর এবং এক্সএস ম্যাক্স-এর আপডেটেড সংস্করণ উন্মোচন করা হতে পারে এই অনুষ্ঠানে। এ ছাড়াও গুজব ছড়িয়েছে, নতুন ম্যাকবুক উন্মোচন করতে পারে প্রতিষ্ঠানটি।

খ্যাতনামা অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়োর ধারণা নতুন আইফোনে বাইডিরেকশনাল ওয়্যারলেস চার্জিং সমর্থন আনা হবে। ফলে আইফোনের পেছনে এয়ারপডস-এর মতো ডিভাইসগুলো চার্জ করতে পারবেন গ্রাহক।

ডেইলি বাংলাদেশ/এনকে/টিএএস