Alexa ‘নগ্ন’ হয়েই বিয়ে করবেন রাখি!

ঢাকা, মঙ্গলবার   ১৮ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৫ ১৪২৬,   ২৩ জমাদিউস সানি ১৪৪১

Akash

‘নগ্ন’ হয়েই বিয়ে করবেন রাখি!

বিনোদন ডেস্ক

 প্রকাশিত: ১০:২৫ ২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ১০:২৫ ২ ডিসেম্বর ২০১৮

রাখি সায়ন্ত

রাখি সায়ন্ত

দীপবীরের বিয়ের পরে আপাতত বিনোদন দুনিয়ার চোখ প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের দিকে। আর এর পরেই সেই চোখ আবার ঘুরে যাবে রাখি সায়ন্তের বিয়ের দিকে। আগামী ৩১ ডিসেম্বর রাখি গাঁটছড়া বাঁধবেন ‘ইন্টারনেট সেনসেশন’ দীপক কালারের সঙ্গে।

বিতর্কের কেন্দ্রে থাকতে ভালবাসেন রাখি। আর এবার বিয়েকে কেন্দ্র করেও শুরু হয়ে গিয়েছে সেই খবরের সঙ্গে বিতর্কের পাঁচফোড়ন মিশিয়ে দেওয়ার। এর আগেই রাখির কৌমার্য পরীক্ষার সার্টিফিকেট ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন দীপক। এবার জানা গেল, রাখি ও দীপক সম্পূর্ণ নগ্ন হয়েই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন!

রাখির ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা যাচ্ছে, দীপক ও তিনি নগ্ন হয়ে বিয়ে করবেন। বিয়ের পোশাক না কিনে সেই টাকায় কম্বোডিয়া ও সোমালিয়ার দরিদ্র মানুষদের অর্থ সাহায্য করবেন। 

স্বাভাবিক ভাবেই এমন অদ্ভুত ঘোষণার পরে সেই পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ডেইলি বাংলাদেশ/টিএএস