Alexa নগরকান্দায় বাসচাপায় নারী নিহত, সড়ক অবরোধ

ঢাকা, বুধবার   ১৭ জুলাই ২০১৯,   শ্রাবণ ২ ১৪২৬,   ১৩ জ্বিলকদ ১৪৪০

নগরকান্দায় বাসচাপায় নারী নিহত, সড়ক অবরোধ

ফরিদপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:৩৭ ১৫ এপ্রিল ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুর-নগরকান্দা আঞ্চলিক সড়কে নগরকান্দা উপজেলার তালমা বাজার এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় রাফিজা বেগম নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার বেলা ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে চম্পা বেগম নামে আরো এক নারী আহত হয়েছেন। এ ঘটনার পর এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

নিহত রাফিজা বেগম তালমা ইউপির গাঙ তালমা গ্রামের হাবীব শেখের স্ত্রী। আহত চম্পা বেগমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সকালে তালমা ইউপির মনোহরপুর নামকস্থানে একটি যাত্রীবাহী বাস দুই নারীকে চাপা দেয়। দুর্ঘটনার পর এলাকাবাসী উত্তেজিত হয়ে সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে রাখে। এতে যানচলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ঘণ্টাখানেক অবরোধ থাকার পর নগরকান্দা থানা পুলিশ এসে অবরোধ তুলে দেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

নগরকান্দা থানার ওসি (তদন্ত) মিরাজ হোসেন জানান, পুলিশ পৌঁছানোর পর অবরোধ তুলে নেয়া হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। 

ডেইলি বাংলাদেশ/জেএইচ