Alexa নখ কাটার ভয়ে অজ্ঞান হওয়ার ‘নাটক’ করল কুকুর (ভিডিও)

ঢাকা, বুধবার   ১৯ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৬ ১৪২৬,   ২৪ জমাদিউস সানি ১৪৪১

Akash

নখ কাটার ভয়ে অজ্ঞান হওয়ার ‘নাটক’ করল কুকুর (ভিডিও)

মজার খবর ডেস্ক     ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:১৬ ১০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ১৪:২৩ ১০ সেপ্টেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শখের বশে অনেকেই কুকুর, বিড়াল পোষে থাকেন। তবে এদের নিয়ে অনেক ঝামেলাও পোহাতে হয়। নখ কাটার সময় যে কত বেগ পেতে হয়, তা যাদের বাড়িতে পোষা প্রাণী আছে তারই ভালো বলতে পারবেন। 

পোষা প্রাণীর নখ কাটার সময় সারা বাড়িময় ছুটে বেড়ানো, খাটের নিচে লুকিয়ে পড়া বা চিৎকার করার মতো এমন আরো কত কী না করে ওরা। 

তবে এবার ব্যতিক্রমী কাণ্ড ঘটিয়েছে এক কুকুর। নখ কাটার ভয়ে অজ্ঞান হওয়ার অভিনয় করল! অবাক হওয়ার মতোই কাণ্ড। তবে ঘটনা সত্যি। এমনই একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

গেল ৫ সেপ্টেম্বর রাশোনা নামের এক নারী ভিডিওটি তার টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ভিডিওটি ১৮ সেকেন্ডের। 

ভিডিওতে দেখা যায়, একটি পিটবুল প্রজাতির কুকুরের নখ কাটার জন্য থাবাটা নিজের হাতে তুলে নিচ্ছেন এক নারী। ওই নারীর অপর হাতে একটি নেল কাটার রয়েছে। নেল কাটার কুকুরটির থাবার দিকে এগিয়ে নিয়ে যেতেই পুরোপুরি ‘ফিল্মি’ কায়দায় অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যাওয়ার অভিনয় করল। চার পা শূন্যে তুলে উল্টে গেল কুকুরটি।

এ পর্যন্ত ভিডিওটি প্রায় এক লাখের কাছাকাছি দেখা হয়েছে। রি-টুইট করেছেন প্রায় দুই লাখ। পছন্দ করেছেন পাঁচ লাখেরও বেশি।

ভিডিওটি দেখুন  এখানে

ডেইলি বাংলাদেশ/জেডআর