Alexa নকলায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

ঢাকা, শনিবার   ১৪ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৩০ ১৪২৬,   ১৭ রবিউস সানি ১৪৪১

নকলায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

নকলা (শেরপুর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১০:৩০ ২১ আগস্ট ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নকলায় মঙ্গলবার রাতে বিদ্যুতায়িত হয়ে এক শিশু নিহত হয়েছে। সে তার পরিবারের সঙ্গে নকলার বাদাগৈড় এলাকার একটি বাসায় ভাড়া থাকতো।

সাকিবুল হাসান সাকিব নকলার হাটপাগলার মন্টু মিয়ার ছেলে এবং নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

নকলা থানার ওসি মো. আলমগীর হোসেন শাহ জানান, সন্ধ্যায় বড় ভাই অনিতের সঙ্গে নানার বাসা থেকে নিজের বাসায় ফিরছিল সাকিব। পথে বৈদ্যুতিক খুটির সঙ্গে জড়ানো জিআই তারে জড়িয়ে বড় ভাই অনিত মাটিতে ছিটকে পড়ে যায়। তা দেখে ছোট ভাই সাকিব না বুঝে সেও ওই তারে জড়িয়ে পড়ে এবং গুরুতর আহত হয়। 

পরে স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে নকলা হাসপাতালে নিলে চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন। বড় ভাই অনিত নকলা হাসপাতালে চিকিৎসাধীন আছে। 

তিনি আরো জানান, এলাকাবাসীরা পৌরসভার বৈদ্যুতিক খুটির সঙ্গে জিআই তারে বিদ্যুৎ সংযোগের কারণ খতিয়ে দেখার  দাবি করছেন।

ডেইলি বাংলাদেশ/জেএস