Alexa নকলায় প্রার্থী বাছাইয়ের গোপন ব্যালট ভোট বুধবার

ঢাকা, শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২১ ১৪২৬,   ০৮ রবিউস সানি ১৪৪১

নকলায় প্রার্থী বাছাইয়ের গোপন ব্যালট ভোট বুধবার

নকলা (শেরপুর) প্রতিনিধি

 প্রকাশিত: ০৯:৪৩ ৩০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৯:৪৩ ৩০ জানুয়ারি ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের জন্য বুধবার তৃণমূল নেতাদের গোপন ব্যালট ভোট গ্রহণ করা হবে। বুধবার সকালে পৌর শহরের কল্পনা সিনেমা হলে আওয়ামী লীগের ২৩২ জন ভোটার এ ভোট দিবেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, দলীয় মনোনয়ন পেতে উপজেলা চেয়ারম্যান পদে আটজন, ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী হয়েছেন। 

উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা হলেন-  একেএম মাহবুবুল আলম (খেজুর গাছ), শফিকুল ইসলাম জিন্নাহ (চেয়ার), শাহ মো. বুরহান উদ্দিন (ছাতা), মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার (ফুটবল), মুহাম্মদ মনির হোসেন (চাকা), মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মুনসুর (হাতি), মো. কামরুজ্জামান (মাছ) ও মিজানুর রহমান (গরুর গাড়ী)। 

ভাইস চেয়ারম্যান পদে দুইজন হলেন- মো. আব্দুর রশিদ সরকার (চশমা) ও রফিকুল ইসলাম সোহেল (বাই সাইকেল)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন হলেন- মোছা. খালেদা বেগম (নলকূপ), মোছা. ফরিদা ইয়াসমিন (গোলাপ ফুল), মোছা. হোজেরা খাতুন (কলসী) ও সৈয়দা উম্মে কুলসুম (কুলা)। 

ডেইলি বাংলাদেশ/জেএস