Alexa নওগাঁ হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশু ঠাকুরগাঁও থেকে উদ্ধার

ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৮ ১৪২৬,   ১৫ রবিউস সানি ১৪৪১

নওগাঁ হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশু ঠাকুরগাঁও থেকে উদ্ধার

নওগাঁ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:২১ ১৫ অক্টোবর ২০১৯   আপডেট: ১৬:২৩ ১৫ অক্টোবর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নওগাঁ সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড থেকে চুরি যাওয়া এক শিশুকে ঠাকুরগাঁও থেকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম মুসা। এ সময় এক নারীকেও আটক করা হয়েছে।

সোমবার রাতে নওগাঁ সদর থানার তদন্ত কর্মকর্তা ফায়সাল বিন আহসান ঠাকুরগাঁও থেকে শিশুটি উদ্ধার করেন। চুরি যাওয়া শিশুটির বাড়ি নওগাঁ সদর উপজেলার মঙ্গলপুর গ্রামে। উদ্ধারের সময় শিশুর বাবা ইসমাইল হোসেন ও মা বৃষ্টি সঙ্গে ছিলেন। 

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা ফায়সাল বিন আহসান জানান, মামলার তদন্তের স্বার্থে এখন কোনো তথ্য জানানো যাবে না। পরে বিস্তারিত জানানো হবে।

২ অক্টোবর ডায়রিয়াজনিত সমস্যার কারণে হাসপাতালের নতুন ভবনের শিশু ওয়ার্ডে শিশু মুসাকে ভর্তি করানো হয়। গত ৫ অক্টোবর নওগাঁ সদর হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে শিশু মুসা চুরি হয়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। তারপর শিশুটি উদ্ধারে মাঠে নামে পুলিশ।

ডেইলি বাংলাদেশ/এমএস