Alexa ধান কাটা নিয়ে সংঘর্ষে শিশুসহ আহত ৫ 

ঢাকা, সোমবার   ২১ অক্টোবর ২০১৯,   কার্তিক ৫ ১৪২৬,   ২১ সফর ১৪৪১

Akash

ধান কাটা নিয়ে সংঘর্ষে শিশুসহ আহত ৫ 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:১০ ২৪ এপ্রিল ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর রাণীনগরের সিলমাদার গ্রামে জমির ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শিশুসহ পাঁচজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

এ ঘটনায় সিলমাদার গ্রামের আবেশ আলী মাষ্টার কয়েকজনের নাম উল্লেখ করে মঙ্গলবার রাতে মামলা করেছেন।

সিলমাদার গ্রামের আবেশ আলী মাষ্টারের সঙ্গে বনপুকুর গ্রামের মোবারক আলীর ছেলে মোজাহার আলী ও নুর ইসলামের জমির বিরোধের জের ধরে রোববার সংঘর্ষ হয়। এ সময় গোলাম মোস্তফার ছোট শিশুও আহত হয়। আহত পাঁচজনের মধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছে ও শিশুসহ তিনজন হাসপাতালে ভর্তি আছেন। 

আহত গোলাম মোস্তফা বলেন, তারা অন্যায় ভাবে আমাদের সবাইকে মারধর করেছে। আমি ও আমার স্ত্রী, সন্তানকে নিয়ে হাসপাতালে ভর্তি আছি। এ ঘটনায় আমার বাবা মামলা করেছেন। এ ঘটনায় আমি সুষ্ঠু বিচারের দাবি করছি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান ডেইলি বাংলাদেশকে বলেন, এ ঘটনায় আবেশ আলী মাষ্টার থানায় একটি মামলা করেছেন। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি বাংলাদেশ/জেএস