Alexa ধানমন্ডিতে টিভি শো-রুমে ঢুকলো গাড়ি!

ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২০,   মাঘ ৮ ১৪২৬,   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

ধানমন্ডিতে টিভি শো-রুমে ঢুকলো গাড়ি!

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:৫৫ ১৪ জানুয়ারি ২০২০   আপডেট: ১৭:০৪ ১৪ জানুয়ারি ২০২০

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির সীমান্ত স্কয়ারে সনি-র‌্যাংগসের শো-রুমে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে সাপ্তাহিক ছুটির দিন থাকায় কেউ হতাহত হয়নি।

জানা গেছে, ভেতরের ফুড কোর্টটিও ছিল খোলা। মানুষের আনাগোনাও ছিল কম। হঠাৎ বিকট শব্দে একটি বেপরোয়া গাড়ি সীমান্ত স্কয়ারের প্রবেশপথের তিনটি সিঁড়ি বেয়ে ওপরে উঠে গ্লাস ভেঙে সনি-র‌্যাংগসের শো-রুমে ঢুকে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি সীমান্ত স্কয়ারে ঢুকে পেছনে নেয়ার চেষ্টা করছিল। হয়তো ভুলবশত উল্টো গিয়ার পড়ায় এটি দ্রুতগতিতে এগিয়ে যায়। গতির কারণে প্রথম সিঁড়িতে লেগেই গাড়িটি জাম্প করে কাচ ভেঙে ঢুকে যায়।

বিষয়টি নিশ্চিত করে সনি টিভির সীমান্ত স্কয়ার শো-রুমের ম্যানেজার আবদুল আজিজ বলেন, আজ শোরুম বন্ধ ছিল। ১২টায় সীমান্ত স্কয়ার কর্তৃপক্ষ আমাদের ফোন দেয়। এসে দেখি গ্লাস ভেঙে গাড়িটি শোরুমে ঢুকে গেছে। শুনেছি চালকের গাফিলতিতেই এই দুর্ঘটনা ঘটেছে। এতে শোরুমের সামনের দিকের পুরো গ্লাসটি ভেঙে গেছে। তবে কোনো মালামালের ক্ষতি হয়নি। মার্কেট কর্তৃপক্ষ গাড়ির মালিকের সঙ্গে কথা বলে বিষয়টি মিটমাট করেছে। তারা আমাদের ক্ষতিপূরণ দেবে।

এদিকে ওই এলাকায় দায়িত্বরত ধানমন্ডি থানার এসআই খায়রুল ইসলাম জানান, কোনো দুর্ঘটনার সংবাদ আমরা পাইনি। এমন কিছু ঘটলে কর্তৃপক্ষ আমাদের জানানোর কথা। কিন্তু কেউ ফোন দেয়নি, এমনকি কেউ সাহায্যও চায়নি।

ডেইলি বাংলাদেশ/জেএস