Alexa ধানক্ষেতে ৫০ হাজার ইয়াবা

ঢাকা, শনিবার   ০৭ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২২ ১৪২৬,   ০৯ রবিউস সানি ১৪৪১

ধানক্ষেতে ৫০ হাজার ইয়াবা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:৫৫ ১৭ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে পঞ্চাশ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার সকালে উপজেলার লেদা বিওপির উত্তর পাশে নাফ নদীর পার্শ্ববর্তী একটি ধানক্ষেত থেকে এগুলো উদ্ধার করা হয়।

বিজিবি-২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, গোপন সংবাদের ভিত্তিতে লেদা বিওপির উত্তর পাশে অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে নাফ নদীর পার্শ্ববর্তী একটি ধানক্ষেত থেকে পঞ্চাশ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

ডেইলি বাংলাদেশ/এমআর