Alexa ধলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা 

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ অক্টোবর ২০১৯,   কার্তিক ২ ১৪২৬,   ১৮ সফর ১৪৪১

Akash

ধলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা 

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:১৬ ১১ মার্চ ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

‘সুখী সুন্দর বাংলাদেশের আনন্দময় শৈশব গড়ার প্রত্যয়ে’ ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল এ স্লোগানকে সামনে রেখে সোমবার কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৩৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী হয়েছে। 

গিরীশ পাল চৌধুরী খেলার মাঠে ইউএনও লুৎফুন নাহার প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী পর্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. এনামুল  হক ভূইয়া এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম গোলাম কিবরিয়া।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আবুল ইসলাম এর এর উপস্থাপনায় ক্রীড়ানুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. সাখাওয়াত হোসেন।

এসময় সাংবাদিক আমিনুল ইসলাম বাবুল, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো. শাহজাহান হোসাইনী, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আবদুল লতিফ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবকরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

ক্রীড়ানুষ্ঠান শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ হয়।

ডেইলি বাংলাদেশ/জেএইচ