Alexa ধর্মপাশায় হঠাৎ ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে ১১৮ জন

ঢাকা, রোববার   ০৮ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৩ ১৪২৬,   ১০ রবিউস সানি ১৪৪১

ধর্মপাশায় হঠাৎ ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে ১১৮ জন

সুনামগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০০:৪৪ ২৩ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জের ধর্মপাশায় ২০ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। দেখা দিয়েছে বেড সংকট। দুর্ভোগ পোহাতে হচ্ছে অন্য রোগীদেরও।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শুক্রবার দুপুর পর্যন্ত ১১৮ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। পর্যাপ্ত বেড না থাকায় না হাসপাতালের বারান্দা ও মেঝেতে বিছানা করেছে অনেক রোগী।

রোগীর স্বজনরা জানান, ডায়রিয়া রোগীদের সঙ্গে একই ওয়ার্ডে থাকা ও একই টয়লেট ব্যবহার করতে হচ্ছে অন্যান্য রোগীদের। এতে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সাদবীর জামান রকি বলেন, রোগীর চাপ থাকায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। আমরা সবাইকে পর্যাপ্ত চিকিৎসা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ডেইলি বাংলাদেশ/এআর