Alexa ধরা পড়ল শতাধিক মডেল-শোবিজ যৌনকর্মী চক্র

ঢাকা, বুধবার   ২৩ অক্টোবর ২০১৯,   কার্তিক ৭ ১৪২৬,   ২৩ সফর ১৪৪১

Akash

ধরা পড়ল শতাধিক মডেল-শোবিজ যৌনকর্মী চক্র

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ১৯:৩৪ ১২ জানুয়ারি ২০১৯   আপডেট: ১৯:৩৬ ১২ জানুয়ারি ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় এক পুলিশি অভিযানে প্রায় দেড়শ সেলিব্রেটি ও মডেলদের নিয়ে গঠিত একটি অনলাইনভিত্তিক যৌনকর্মী চক্র ধরা পড়েছে। শনিবার অনলাইনে যৌন ব্যবসায়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে দেশটির দুই শোবিজ তারকা অভিনেত্রী ভ্যানেসা অ্যাঞ্জেল ও মডেল এভ্রিয়েলিয়া শাকিলা রয়েছেন। তাদের সবাইকে সুরাবায়া হোটেল থেকে গ্রেফতার করা হয়। খবর- ইন্দোনেশিয়া এক্সপ্যাট।

পূর্ব জাভার পুলিশ ইন্সপেক্টর জেনারেল লুকি হারমাওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে সেলিব্রেটি ও মডেলদের নিয়ে গঠিত অনলাইনভিত্তিক যৌন ব্যবসায়ে জড়িত এ চক্রের খবর। এই চক্রে মিস ইন্দোনেশিয়া-২০১৬ ও ২০১৭ এর দুজন ফাইনালিস্টও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

লুকি হারমাওয়ান বলেন, এই চক্রের ব্যবহৃত একটি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন থেকে বিষয়টি সামনে চলে আসে। ওই অ্যাকাউন্টে সেলিব্রেটি, এজেন্ট ও ব্যবহারকারীদের লেনদেনের পরিমাণ ২.৮ বিলিয়ন ইন্দোনেশিয়ান রুপি।

পুলিশ ইন্সপেক্টর আরো বলেন, ওই ব্যাংক হিসাবের লেনদেন ছিল অস্বাভাবিক। এ থেকেই বিষয়টি উঠে আসে।

ডেইলি বাংলাদেশ/মাহাদী/জেডআর